বাঁশখালীতে অটোরিকশা ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৩৮)। তিনি হাটহাজারী উপজেলার মির্জারপুল গ্রামের নুরুজ্জামানের ছেলে।
আরও পড়ুন: যুবক নিহত—আরব আমিরাতে ফেরার স্বপ্ন নিমিষেই শেষ ট্রাকের ধাক্কায়
প্রত্যক্ষদর্শীয় সূত্রে জানা যায়, নিহত শহীদুল মোটরবাইকে কুতুবদিয়ার শাহ মালেক শাহর (রহ.) মাজার জিয়ারত করতে হাটহাজারী থেকে বাঁশখালী হয়ে কুতুবদিয়া যাচ্ছিলেন। দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার সামনে আসতেই অটোরিকশার সঙ্গে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শহীদুল। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতাল নেওয়ার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাঁশখালী থানার এস আই সুজিত চন্দ্র দে আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহত ব্যক্তি শহীদুল ইসলামের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও অটোরিকশাটি থানা হেফাজতে রাখা হয়েছে।
উজ্জ্বল/আরবি