নারায়ণগঞ্জে মধ্যরাতে প্রাণ হারালেন মিরসরাইয়ের বয়লার অপারেটর

বয়লার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মিরসরাইয়ের মো. হানিফ (৪৭)।

শনিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে বয়লার ব্যাকফায়ার দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

হানিফ নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থিত গাজীপুর বোর্ড পেপার মিলে বয়লার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব ইছাখালী শাহজীবাজার এলাকার চর খোনার বাড়ীর মকসুদ আহম্মদের ছেলে। কয়েক মাস আগে আগে গাজীপুর বোর্ড পেপার মিলে বয়লার অপারেটর হিসেবে যোগ দিয়েছিলেন তিন পুত্র সন্তানের এ জনক।

আরও পড়ুন: রশি দিয়ে বেঁধে শিশুকে ধর্ষণ—মিরসরাইয়ের সেই ধর্ষক হাটহাজারীতে গ্রেপ্তার

বাংলাদেশ বয়লার পরিচালক অ্যাসোসিয়েশন সভাপতি রেজাউল করিম ও হানিফের আত্মীয় মো. কামাল উদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ডিউটি করার সময় ব্যাকফায়ার দুর্ঘটনার মুখে পড়েন হানিফ। গুরুতর আহত অবস্থায় কারখানার লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজিজ আজহার/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!