মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ দিদার।
বুধবার (১১ আগস্ট) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী কমিটির অনুমোদন দেন।
সাইফুল্লাহ দিদার এর আগে ৫ মেয়াদে মিঠাছরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
জানা গেছে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রবিধানমালা ২০০৯ এ বর্ণিত ৩৯ এর আলোকে এডহক কমিটি আগামী ৬ মাস কার্যকর থাকবে। কমিটিতে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জামশেদ আলম পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত মো. নুরুল আমিন (অভিভাবক প্রতিনিধি) ও জেলা শিক্ষা অফিসার মনোনীত মু. কামরুল হাছান (শিক্ষক প্রতিনিধি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: সাজাপ্রাপ্ত দুই আসামিসহ মিরসরাইয়ে গ্রেপ্তার ৫
মো. সাইফুল্লাহ দিদার আলোকিত চট্টগ্রামকে বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার রাজনৈতিক অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির প্রতি। এছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আমার দায়বদ্ধতা বেশি।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী বলেন, এই এডহক কমিটি অবশ্যই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর প্রবিধানমালা ২০০৯ এ বর্ণিত ৭ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে পারবে। প্রবিধান ৩৯ এর উপ-প্রবিধান (২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। তবে শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রদান করতে পারবে না।