চট্টগ্রাম জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভায় বক্তব্যের সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন শ্রমিক নেতা আবু তাহের (৫৫)।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হাটহাজারী উপজেলার বাস স্টেশন মোড়ের হোটেল জামানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এবার সংগঠনটির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার কথা ছিল আবু তাহেরের। তার গ্রামের বাড়ি হাটহাজারীর নন্দীরহাট এলাকায়।
আরও পড়ুন: আইসিইউ খুঁজতে খুঁজতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শ্রমিক নেতা
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসস্টেশন মোড়ের পশ্চিমে জামান হোটেলে চট্টগ্রাম জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভায় নির্বাচনসহ নানা বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন মো. আবু তাহের। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থবোধ করলে তাকে পানি পান করানো হয়। এরপর আবারো বক্তব্য দিতে গিয়ে তিনি নিচে পড়ে যান। পরে তাকে সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে তাঁর আকস্মিক মৃত্যুতে হাটহাজারী পরিবহন নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সিএম/আরবি