নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তুমব্রু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে৷
সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় ছৈয়দ নুর মার্কেটের একটি মুরগির দোকান থেকে আগুনের সূত্রপাত।
আরও পড়ুন: বিস্ফোরণ: মুহূর্তে ছড়িয়ে পড়ল আগুন, পুড়ে গেছে ৭০ বছরের বৃদ্ধের শরীর
উখিয়া ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার এমদাদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।
এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন।
অন্যদিকে খবর পেয়ে ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।
বলরাম/আরবি