ভোট শুরুর কিছুক্ষণ আগেই সংঘর্ষে জড়িয়েছে সীতাকুণ্ডের সোনাইছড়ির দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে এ সংঘর্ষ হয়।
এসময় টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে একপক্ষের সমর্থকরা। পরে পুলিশ এসে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ঘটনাস্থল থেকে ১০টি পেট্রলবোমা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় দুজনকে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) কবির হোসেন বলেন, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের দুই প্রার্থীর সমর্থকের মধ্যে ঝামেলা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: কক্সবাজারে ভোটযুদ্ধ কাল—নৌকার জয়ে ‘বাধা’ স্বতন্ত্র ও বিদ্রোহীরা
জানা যায়, উপজেলার জোড়ামতল ইউনিয়নের ইউপি সদস্য প্রার্থী মাহাবুব ও মো. ফোরকানের সমর্থকরা সকালে ভোটগ্রহণ শুরুর আগে সংঘর্ষে জড়ায়। এরপরই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর শুরু হয় ভোটগ্রহণ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ। যান চলাচলও স্বাভাবিক রয়েছে। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডের ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।