ভারতে পালাতে গিয়ে যেভাবে ধরা খেলেন সাবেক বিচারপতি

ভারতে পালাতে গিয়ে ধরা পড়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।

আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ২০১৫ সালের সেপ্টেম্বরে অবসরে গিয়েছিলেন। এরপর তিনি বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন।

জানা যায়, সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়। তিনি ডনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বিজিবির একটি টহল দল তাঁকে আটক করে। রাত ১২টা পর্যন্ত তিনি ডনা বিজিবি ক্যাম্পেই ছিলেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm