ভবনে পড়ল ডানাভাঙা ‘লক্ষ্মীপ্যাঁচা’

গ্রাম-বাংলায় প্যাঁচার দেখা পাওয়া স্বাভাবিক হলেও ইদানিং শহরে আকাশেও বেড়েছে এদের আনাগোনা।

এমনই এক ‘লক্ষ্মীপ্যাঁচা’ পাওয়া গেছে নগরের চেরাগী পাহাড়ের স্যানমার স্প্রিং গার্ডেনের নিচ তলায়। আহত অবস্থায় বিল্ডিংয়ের এক কোণে পড়ে থাকা পাখিটি উদ্ধার করেছেন বিল্ডিংয়ের ম্যানেজার ইমন।

সানমার স্প্রিং গার্ডেনের ম্যানেজার ইমন বলেন, সকাল ১০টায় মার্কেটের নিচতলার এক কোণে প্যাঁচাটি দেখতে পাই। এরপর এটিকে ওখান থেকে নিরাপদে সরিয়ে নিই। তবে প্যাঁচাটি ডানায় আঘাত পেয়েছে বলে মনে হচ্ছে।

প্যাঁচা সাধারণ রাতের বেলায় উড়ে বেড়ায় খাদ্যের সন্ধানে। গ্রামাঞ্চলে জীবনযাত্রার মান পরিবর্তন হওয়ায় খাদ্য সংকটে পড়ে এসব পাখি এখন নগরে ঢুকে পড়ছে।

এই খাদ্য সংকটের প্রধান কারণে হিসেবে ইরি ধানের চাষ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

প্যাঁচা সাধারণত ক্ষেতের বিভিন্ন পোকা-মাকড়, ইঁদুর খেয়ে জীবন ধারণ করে। বর্তমানে জমিতে পানি রেখে ইরি ধানের চাষ হয় গ্রাম বাংলায়। ফলে বিভিন্ন পোকা-মাকড় পানিতে মারা যায়। এতে খাদ্য সংকটে ভুগতে হয় প্যাঁচাসহ বিভিন্ন পাখিদের।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm