বড়দিনে আলোর খেলা, ১৭ গির্জায় নানা আয়োজন

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ শনিবার (২৫ ডিসেম্বর)। এদিন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন।

বড়দিন

খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আজ উৎসব ও প্রার্থনার মধ্যদিয়ে দিনটি উদ্‌যাপন করবেন। অনেকে কাটবেন কেক, তৈরি করবেন বাহারি খাবার।

বড়দিন উপলক্ষে চট্টগ্রাম জেলার ১৭টি গির্জায় রয়েছে নানা আয়োজন। প্রত্যেক গির্জার সামনে সাজানো হয়েছে ‘ক্রিসমাস ট্রি’।

আরও পড়ুন : ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ ও হিউমেনিটি’র তালিকায় দুর্গাপূজা

বড়দিন

নগরের পাথরঘাটায় রাণী জপমালা গির্জা ও আর্চবিশপ ভবনে রয়েছে বিশেষ প্রার্থনার আয়োজন। সবচেয়ে বেশি লোকের সমাগম হয় এখানে।

এছাড়া সরকারি ছুটির এ দিনে বিভিন্ন অভিজাত হোটেলে বিশেষ আয়োজন রয়েছে। এসব হোটেলে ক্রিসমাস ট্রির পাশাপাশি থাকবে ক্রিসমাস কেকও। সঙ্গে সান্তা ক্লজ শিশুদের জন্য উপহার নিয়ে ঘুরে বেড়াবে। বড়দিনের আগেরদিন শুক্রবার (২৪ ডিসেস্বর) ‘ক্রিসমাস ইভ’ উপলক্ষেও বিশেষ আয়োজন ছিল।

বড়দিন

নগরে বড়দিন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার থেকে জোরদার করা হয়েছে টহল। বিভিন্ন স্থানে তল্লাশিও করা হচ্ছে।

খ্রিস্টধর্মাবলম্বীদের মতে, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে আনতে এই পৃথিবীতে আগমন ঘটেছিল যিশুর।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!