কে বি আমান আলী রোড ব্যবসায়ী দোকান মালিক কল্যাণ সমিতির অভিষেক
কে বি আমান আলী রোড ব্যবসায়ী দোকান মালিক কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় নগরের কে বি আমান আলী রোডের গ্রীন ভিলেজ টাওয়ারের হলরুমে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল আলম শহীদ।
প্রধান বক্তা ছিলেন শিক্ষানুরাগী মো. আমানত। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ মো. মোজাফফর আহম্মদ, সাংবাদিক রুমন ভট্টাচার্য ও সমাজসেবক মো. গিয়াস উদ্দিন।
আরও পড়ুন: ‘হঠাৎ বদলি’ পুলিশের উপকমিশনার বিজয় বসাকের, চট্টগ্রাম রেঞ্জে আসছেন নতুন পুলিশ সুপার
সংগঠন সভাপতি মো. মোর্তুজা আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. মোরশেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. ইব্রাহিম হোসেন সোহেল, সৈকত নন্দী, সঞ্জয় চৌধুরী (শিবলু), মো. রাশেদুজ্জামান, ডা. অপূর্ব ধর, নুর মোহাম্মদ, সম্পদ দাশ, রুবেল দত্ত, আবছার চৌধুরী, মো. নুর নবী, মো. ইব্রাহীম, সৈয়দ মো. আলী আজগর (আরজু), মো. আব্দুল কুদ্দুস খাঁন ও মো. জমির।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর শহীদুল আলম শহীদ বলেন, ব্যবসায়ী ও দোকান মালিকদের সবসময় নিজেদের এবং সমাজের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে সমিতির সুনাম অর্জন হয়। যেকোনো প্রয়োজনে সুবিধা ও অসুবিধায় আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো। আগামীতে ট্রেড লাইসেন্স নবায়ন ফি পূর্বের মতো পাঁচশত টাকা করার চেষ্টা করবো।
অনুষ্ঠানের শেষে শপথবাক্য পাঠ করান শিক্ষানুরাগী মো. আমানত।
অনুষ্ঠানের শুরুতে কোরান তেলওয়াত করেন মো. কায়েস ইবনে নুর ও আলী আজগর।