রশি দিয়ে বেঁধে শিশুকে ধর্ষণ—মিরসরাইয়ের সেই ধর্ষক হাটহাজারীতে গ্রেপ্তার

মিরসরাইয়ে শিশু ধর্ষণ মামলার আসামি মো. মুরাদকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় তাকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয়।

মুরাদ উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশি দিয়ে বেঁধে ওই শিশুকে ধর্ষণ করেছে বলে স্বীকার করে মুরাদ।

আরও পড়ুন : শিশু ধর্ষণ করে পালিয়ে যাওয়া মুরাদকে এখনও ধরতে পারেনি পুলিশ

Yakub Group

জানা গেছে, গত ২ জানুয়ারি বিকেলে মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামে ঘরে ঢুকে শিশুটিকে রশি দিয়ে বেঁধে ধর্ষণ করে মুরাদ। বাবা-মায়ের মৃত্যুর পর ওই শিশুটি ইউনিয়নের আজমনগর গ্রামে তার খালার বাড়িতে থাকত। পারিবারিক কাজে তার খালা বাইরে গেলে ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে সে। এ ঘটনায় তার খালা বাদি হয়ে পরদিন মুরাদকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মাহফুজুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, শিশু ধর্ষণ মামলার আসামি মো. মুরাদকে শুক্রবার দুপুরে হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে সে। তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!