কর্ণফুলী নদীতে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিখোঁজ শ্রমিক নজরুল ইসলামের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নদীর দক্ষিণ প্রান্তে ব্রিজঘাট এলাকায় তার লাশ ভেসে উঠে। নজরুল উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মাইজ্যাফকির বাড়ির আবুল হাশেমের ছেলে।
আরও পড়ুন: হঠাৎ বিস্ফোরণ—কর্ণফুলীর তীরে অবৈধ তেলের ট্যাংকার ফেটে শ্রমিক নিখোঁজ, নিহত ১
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমান বলেন, তেলের ট্যাংকার বিস্ফোরণে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ের চরপাথরঘাটার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোতার বাপের হাট লেদুরঘাট এলাকায় ওয়েল্ডিং করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় শ্রমিকরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় মাঝিরা নদী থেকে দুজনকে উদ্ধার করলেও নজরুল নিখোঁজ ছিলেন।
ইমরান/আরবি