জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদযাপন করেছে ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া শেখ রাসেল স্মৃতি সংসদ।
এ উপলক্ষে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অন্যান্য আয়োজনে ছিল কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আরও পড়ুন : শেখ রাসেল দিবস—পালিত হচ্ছে এই প্রথম
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, যুবলীগ নেতা নাদিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন লায়ন কবিরুল ইসলাম।
সংগঠনের সভাপতি আলবিন আল নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন ফাহিমের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেহাদুল ইসলাম সায়েম, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা ফাহিম চৌধুরী, মো. সুমন, বেলাল, সোহেল, মো. করিম, মোস্তফা শাওন, আল আমিন ও সাহিল।