নগরের বন্দর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি কাঠের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে পারটেক্স গ্রুপের সামনে চোরাগলি সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আরও পড়ুন: মধ্যরাতের আগুনে পুড়ল হোটেল সফিনা
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, আজ (রোববার) ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আরবি