পুলিশ পেল না—ধর্ষককে ধরল র‌্যাব

নগরের ডবলমুরিং এলাকা থেকে এক পলাতক ধর্ষককে আটক করেছে র‌্যাব।

আটক মো. ইউসুফ ওরফে ধামা ইউসুফ (৪০) পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মৃত আহসান উল্লাহ ছেলে।

বুধবার (২৫ আগস্ট) রাতে ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: শিশুকে ছাদে নিয়ে ধর্ষণ—পুলিশের কব্জায় ধর্ষক 

জানা যায়, গত ২০ আগস্ট নগরের পাঁচলাইশ এলাকায় এক নারী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ওই নারী ইউসুফকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সে ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm