‘সুখবর চট্টগ্রাম’—একদিনেই পাল্টে গেল করোনার চিত্র

করোনায় সুখবর এসেছে চট্টগ্রামে। একদিনের ব্যবধানেই পাল্টে গেছে চিত্র। অর্ধেকেরও বেশি নেমেছে শনাক্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মাত্র ৩ জনের শরীরে পাওয়া গেছে করোনার জীবাণু। অথচ আগের দিন আক্রান্তের এ সংখ্যা ছিল ৮। তারও আগের দুদিন ছিল আরও বেশি। এ দুদিন আক্রান্ত হয়েছিলেন ১৩ জন করে।

আরও পড়ুন : ডেল্টা—ওমিক্রনের মাঝেই আবার করোনার নতুন ভ্যারিয়েন্ট! কী ভাবছেন বিশেষজ্ঞরা

সর্বশেষ ২৪.ঘণ্টায়ও চট্টগ্রামে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

এদিন ১ হাজার ৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তদের মধ্যে দুজন নগরের এবং একজন পটিয়া উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ০.২৮ শতাংশ।

রোববার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিআইটিআইডি ল্যাবে দুজন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে একজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা এক লাখ দুই হাজার ৫৬৬ জন। যার ৭৪ হাজার ২১৭ জন নগরের এবং ২৮ হাজার ৩৪৯ জন উপজেলার বাসিন্দা।

মৃত্যু আগের মতোই, ১ হাজার ৩৩২ জন। যার ৭২৩ জন নগরের এবং ৬০৯ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!