পারিবারিক কলহে দড়িতে ঝুলল অটোরিকশা চালক

চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ মুসা (২৭) নামে এক সিএনজি অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারের দক্ষিণ পাশে খাজা গাউছিয়া মার্কেট সংলগ্ন একটি কলোনিতে থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

পরে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত সিএনজি চালক মিরসরাই উপজেলার কালা মিয়া হাজির বাড়ির ফারুক আহমদের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ মুসা পরিবারের সাথে ওই কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। সোমবার রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বজনরা তাকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দিলে ফটিকছড়ি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Yakub Group

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন। ময়না তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।‘

আক্কাছ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!