পানিতে ডুব দিয়ে আর ফেরেনি যুবক, জাল দিয়ে পেল লাশ

ফটিকছড়ি উপজেলায় গোসল করতে নেমে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ আগস্ট) দুপুরে ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজ্যাল্যাটিলায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. সাদ্দাম হোসেন (২৮)। তিনি ওই এলাকার মোহাম্মদ আলী আহম্মেদের ছেলে। সাদ্দামের দুই মাসের একটি কন্যাসন্তান রয়েছে।

জানা যায়, দুপুরে বাড়ির পাশে একটি মাছের প্রজেক্টে সাদ্দাম গোসল করতে নামে। প্রায় আধঘণ্টা পরেও গোসল করে ঘরে না আসায় সবাই তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে মাছ ধরার জাল দিয়ে প্রজেক্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘সাদ্দামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

Yakub Group

আক্কাছ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!