চট্টগ্রামের আদালত ভবন এলাকাকে ‘পরীর পাহাড়’ বলা বা লেখা যাবে না। এমনই আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১০ নভেম্বর) চট্টগ্রাম সদর প্রথম সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান নাসরিন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রোববার (৭ নভেম্বর) আদালত ভবনের নাম ‘কোর্ট হিল’ নাকি ‘পরীর পাহাড়’ হবে তা নির্ধারণ করতে দেওয়ানি মামলা দায়ের করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন।
আরও পড়ুন : চট্টগ্রাম আদালত ভবনে ১২ ফুটের বঙ্গবন্ধুর ম্যুরাল
মামলায় পক্ষ করা হয়েছিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান ও বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমানকে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, কারণ দর্শানোর জবাব না দেওয়া পর্যন্ত ‘পরীর পাহাড়’ বলা বা লেখা যাবে না বলে আদালত আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, রোববার (৭ নভেম্বর) আদালত মামলাটি শুনানি শেষে মামলার বিবাদিদের তিনদিনের মধ্যে ‘পরীর পাহাড়’ লেখার ওপর নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন আদালত।