থানা থেকে আদালতে নেওয়ার পথেই হাওয়া হয়ে গেছে এক আসামি! এ ঘটনায় এক উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার পর আদালতে নেওয়ার পথে পালিয়ে যায় আসামি আবুল কালাম।
জানা যায়, নগরের কদমতলী মোড় থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ আবুল কালামকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ততর বিভাগীয় গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. টিপু সুলতান বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। আসামি আবুল কালামসহ কোতোয়ালী থানা থেকে কয়েকজন আসামিকে আদালতে আনা হয়। কিন্তু আদালতের সেরেস্তায় আসামির নাম-ঠিকানা মেলানোর সময় দেখা যায় হাওয়া হয়ে গেছে আবুল কালাম।
আরও পড়ুন: মামলায় আসামি হওয়ার পর এবার পদও হারালেন আওয়ামী লীগ নেতা
এদিকে এ ঘটনায় সিএমপি দক্ষিণ জোনের এডিসির নেতৃত্বে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রাথমিক তদন্তে কর্তব্যে অবহেলার দায়ে কোতোয়ালী থানার এসআই সেতু আক্তার এবং কনস্টেবল শাহাদাত ও নজরুলকে বহিষ্কার করা হয়।
পুলিশ বলছে, আবুল কালাম কক্সবাজারের টেকনাফের লেদাপাড়ার রোহিঙ্গা শরণার্থী। তার বাবার নাম হামিদ হোছেন। আসামি আবুল কালামকে ধরতে অভিযান চলছে।
আলোকিত চট্টগ্রাম