হত্যাকাণ্ডের নৃশংস একটি ভিডিও দিয়ে প্রচার করেছিল— এটি নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকাণ্ড। প্রকৃতপক্ষে ওই ভিডিওটি ছিল রাজধানী ঢাকার পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের ভিডিও।
ফেসবুকে এভাবে অপপ্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে আটক করা হয়েছে রিমন শীল (২০) নামে এক যুবককে।
নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করে র্যাব-৭।
আরও পড়ুন: রক্তাক্ত মাদ্রাসা—৩ খুনি পুলিশের জালে
আটক রিমন কর্ণফুলী থানার শাহী মিরপুর ফকিনিরহাট এলাকার বিজয় শীলের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো.নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, রাজধানী পল্লবীর সাহিনুদ্দীনকে গত ১৬ মে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের ভিডিও নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ডের ভিডিও বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট ও অপপ্রচারের অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগের ভিত্তিতে র্যাব-৭ এর গোয়েন্দা দল রিমনকে কোতোয়ালী মোড় এলাকা থেকে আটক করে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে অপপ্রচার চালানোর কথা স্বীকার করে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এএইচ/আরবি