ধর্ষককে পুলিশে দিলেন এলাকাবাসী

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খলিল (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) বিকাল ৪টায় উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর ফুলতল এলাকার কালা মির্জার বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার পিতার নাম হাশেম মিস্ত্রি।

মঙ্গলবার সন্ধ্যায় বড়উঠান ইউনিয়নের দৌলতপুর ফুলতল এলাকার রশিদ আহমদের কলোনিতে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার খলিলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

স্থানীয় বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বলেন, খলিল আমাকে ফোন করে বলে, তাকে স্থানীয়রা আটক করে রেখেছে। আমি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে যাই।  সেখানে গিয়ে ধর্ষণের ঘটনা জানতে পারি। পরে পুলিশ তাকে আটক করে।

কর্ণফুলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় শিশুটির পরিবার বাদি হয়ে খলিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। শিশুটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Yakub Group

ইমরান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!