দি নাগরিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ২০২১-২০২৪ সালের নির্বাহী কমিটি নির্বাচন জেলা সমবায় অফিসের তত্ত্বাবধানে শনিবার (২১ আগস্ট) সম্পন্ন হয়।
নির্বাচনে মো. সাইফুদ্দীন খালেদ সভাপতি ও নাজিমুদ্দীন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির নির্বাচিত অন্যান্য কমকর্তারা হলেন— সহসভাপতি মু. আজম খান, পরিচালকবৃন্দ যথাক্রমে— মো. নুরুল হক, মো. মীর হোসাইন খান, মো. হেলাল মুজিব, মো. শওকত হোসেন চৌধুরী, মোস্তফা তারিক মাহমুদ পাভেল, নুর মোহাম্মদ, মইনুল ইসলাম, মো. ইলিয়াছ ও মো. আবদুস সামাদ।
আরও পড়ুন: ১৪৫ স্কুলে বসানো হচ্ছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’
জেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. সামসুদ্দিন ভূইয়া সবার উপস্থিতিতে নির্বাচনের ফলফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিমেল দে ও মো. ওছমান গনি উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যা ৬টায় বিগত ও বর্তমান কমিটি সভাপতি মো. সাইফুদ্দীন খালেদের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়।