‘২০২৩ সালের মধ্যেই শেষ হবে ঢাকা-কক্সবাজার রেললাইনের কাজ’

কক্সবাজারে রেলস্টেশন ভবন নির্মাণকাজ পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, ২০২২ সালের জুনের মধ্যে ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতির কারণে এক বছর পিছিয়েছে। আগামী ২০২৩ সালের জুনের আগে কাজ শেষ করা হবে। ওই বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন বলে আশা করছি।

আরও পড়ুন: রেলে দুর্নীতির বড় ফাঁদ—বদলির ৪৮ ঘণ্টা আগে অনিয়মেই ৩২ নিয়োগ

এ সময় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান, পদস্থ সরকারি ও রেলওয়ে কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে নির্মাণাধীন রামু রোড আন্ডারপাস এবং ঈদগাঁহ রাবার ড্যাম সংলগ্ন ১৫৫ নম্বর ব্রিজের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী।

দোহাজারী–কক্সবাজার হয়ে রামু-ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে আইকনিক রেলস্টেশন ভবন।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm