ট্রাক না থামানোয় গুলি করে খুন, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুরে ট্রাক চালক আব্দুর রহমান হত্যায় জড়িত দুইজনকে ঢাকা সাভার দেওগা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

আটককরা হলেন-রাউজান থানার চুনাতিয়া ইউনিয়নের আব্দুল করিমের ছেলে সাদ্দাম হোসেন প্রকাশ বাচা (৩১) মো. তুহিন (১৯)।

র‌্যাব জানায়, আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে ঢাকা জেলার সাভার থানাধীন দেওগা এলাকায় অভিযান চালিয়ে তাদের ‍দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

জানা যায়, গত ১৬ জুলাই চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকায় কোরবানির গরুবাহী ট্রাকে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালানো হয়। এ সময় ডাকাতরা ট্রাকটি থামানোর চেষ্টা করলে চালক আবদুর রহমান না থামিয়ে চলে যেতে চাইলে তাকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm