রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন।
সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রঘোনা শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. জাহেদুর রহমান বলেন, আমরা সকালে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের সংবাদ পাওয়া মাত্র উদ্ধারের জন্য যায়। দুর্ঘটনায় চন্দ্রঘোনা ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকার সুধীর দাসের ছেলে রতন দাস (৫০) নামে একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: মুখোমুখি সংঘর্ষ—অটোরিকশার ধাক্কায় বাইক আরোহী যুবক নিহত
তিনি বলেন, এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও ৩ জন আহত হয়েছেন। আমরা যাওয়ার পূর্বে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যায়। আহতদের নাম এখনো জানা যায়নি।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।