রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চট্টগ্রামে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার ২৫ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৪৭৩ টাকার ঋণখেলাপির দায়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
তিন পরিচালক হলেন— হাসনাইন, হারুনুর রশিদ ও আনজুমান আরা বেগম।
আরও পড়ুন : ব্যাংকের টাকা মেরে জেলে যেতে হচ্ছে সাইব স্টিলের মালিক স্বামী-স্ত্রীকে
আদালত সূত্রে জানা যায়, রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে খেলাপি ঋণ আদায়ের মামলা করে এনসিসি ব্যাংক খাতুনগঞ্জ শাখা। ঋণ আদায়ের মামলার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর রায় দেন আদালত। পরবর্তীতে ২০২০ সালের ২৭ আগস্ট পাওনা টাকা আদায়ে অর্থ জারি মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।
চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেড চট্টগ্রাম এনসিসি ব্যাংক খাতুনগঞ্জ শাখার ২৫ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৪৭৩ টাকা ঋণখেলাপির দায়ে প্রতিষ্ঠানটির তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।