‘চোরচক্র’—চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চোরাই মোটরসাইকেল।

৩০ আগস্ট (সোমবার) রামু এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের এই দুই সদস্যকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ। তারা হলো-কক্সবাজার রামু উপজেলার মৌলভীপাড়ার ছালামুল্লাহর ছেলে মো. মোরশেদ (২২) এবং একই উপজেলার চাকমারপুল ছালে আহম্মদপাড়ার শফিউল আলমের ছেলে মুজিবুর রহমান(২১)।

পুলিশ জানায়, আটক দুজন দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল বেচাকেনায় জড়িত। এই চক্রের মূলহোতা মোরশেদ।

আরও পড়ুন: ‘চোরের ১০ দিন’—চট্টগ্রামে পথে পথে সিটি করপোরেশনের গাড়ির তেল চুরি

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পুলিশের একটি টিম রামু এলাকা থেকে মোটরসাইকেল চোর মোরশেদকে মোটরসাইকেলসহ আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে ঈদগাহ এলাকা থেকে মুজিবুর রহমানকে আটক করা হয়।

ওসি আরও জানান, চোরদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তাদেরও আটকের প্রক্রিয়া চলছে ।

আটকদের বিরুদ্ধে থানায় চুরির মামলা রুজু করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সাত্তার/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!