চীনা কর্মীর লাশ পেল বিদ্যুৎ প্রকল্পের পাইলিংয়ের গর্তে

বাঁশখালীর গণ্ডামারা কয়লাবিদ্যুৎ প্রকল্পের নিখোঁজ চীনা শ্রমিক জিই কিংওয়েনের (৩৩) লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টায় প্রকল্প এলাকার পাইলিংয়ের একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।

এর আগে বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ শ্রমিক মাউমিং কোম্পানির সাব-কনট্রাক্ট সিপিপি কোম্পানির পাইপ লাইনের একজন শ্রমিক।

কয়লা বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়কারী সাবেক সহকারী পুলিশ সুপার মো. ফারুক আলোকিত চট্টগ্রামকে বলেন, জিই কিংওয়েন নিখোঁজ হওয়ার পর প্রকল্প কর্মকর্তারা বিভিন্ন পাইলিংয়ের গর্তে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে একটি গর্তে তাঁর লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফীউল কবির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাজনিত কারণে চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উজ্জ্বল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm