চট্টগ্রামে দুই অঙ্কের ঘর থেকে নামছে না করোনা

দুই অঙ্কের ঘরেই আছে চট্টগ্রামে করোনার বিস্তার। তাও আবার বাড়তির দিকে। মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ১৫ জন, আর বুধবার আক্রান্ত হলেন ১৬ জন। এর আগের দিন ছিল ১১ জন। এভাবেই প্রতিদিন করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে চট্টগ্রামে।

জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ জন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন: ফের ওমিক্রনের জোড়া আঘাতের দিনে চট্টগ্রামে বাড়ল করোনা সংক্রমণ

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৪ ল্যাবে ১ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮২ নমুনা পরীক্ষায় ১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৫০ নমুনা পরীক্ষা ৩ জন, চট্টগ্রামের মেডিকেল কলেজ ল্যাবে ৩২ নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এছাড়া ৪০ জনের অ্যান্টিজেন টেস্টে ১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৭০ নমুনা পরীক্ষায় ৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৭ নমুনা পরীক্ষায় ৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১০৪ নমুনা পরীক্ষায় ১ জন এবং ল্যাব এইড হাসপাতাল ল্যাবে ৩ নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৯৬ শতাংশ। শনাক্তদের মধ্যে ১৩ জন নগরের, ২ জন আনোয়ারা উপজেলা ও ১ জন চন্দনাইশের বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬১৫ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ৩৩২ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!