চট্টগ্রামে করোনা : মেঘের কোলে রোদ

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। সেই শঙ্কার মাঝেই একদিন আগে চট্টগ্রামে হঠাৎ বেড়ে যায় করোনা শনাক্ত। তবে এখন সেই মেঘের কোলে দেখা গেছে রোদ।

একদিন আগে চট্টগ্রামে ৯ জন করোনা আক্রান্ত হলেও গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে মাত্র ১ জন। এই সময়ে চট্টগ্রামের কোথাও কোনো করোনা রোগী মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক শূন্য সাত শতাংশ।

আরও পড়ুন: ‘ওমিক্রন’ ভয়ের মাঝেই চট্টগ্রামে হঠাৎ বাড়ল করোনা রোগী

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়া ব্যক্তি সাতকানিয়া উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ১ হাজার ৩৩১ জন মারা গেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রনের প্রভাব বিস্তারের মাঝে দেশে করোনার এ নিম্নমুখী হার আশাব্যাঞ্জক। স্বাস্থ্যবিধি মেনে চললে শীত মৌসুমে করোনার তীব্রতা বাড়ার যে আশঙ্কা করা হচ্ছে তা থেকে নিস্তার পাওয়া যাবে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!