চট্টগ্রামে করোনা : দ্বিগুণের বেশি আক্রান্তেও শঙ্কা নেই!

চট্টগ্রামে করোনায় একদিনের ব্যবধানে দ্বিগুণেরও বেশি আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭১৫ নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন ৭ জন। আগের দিন আক্রান্তের এই সংখ্যা ছিল ৩।

এদিকে চট্টগ্রামে একদিনের ব্যবধানে দ্বিগুণেরও বেশি আক্রান্ত হলেও নেই কোনো শঙ্কা! কারণ শনাক্তটা যে এক শতাংশেরও নিচে। যেখানে বিশেষজ্ঞরা বলছেন, শনাক্ত ৫ শতাংশের নিচে থাকলে করোনা নিয়ন্ত্রণে আছে বলেই ধরে নেওয়া হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : আশার আলো চারদিকে

শুক্রবার (১১ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৯৮ শতাংশ।

বিআইটিআইডি ল্যাবে ৯৯ জনের নমুনা পরীক্ষায় ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৬ জনের নমুনা পরীক্ষায় ১ জন ও আরটিআরএল ল্যাবে ৩ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়।

নতুন আক্রান্ত ৫ জন নগরের ও বাকি ২ জন ফটিকছড়ি এবং সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। আগের দিনগুলোর ধারাবাহিকতায় এদিনও করোনায় কোনো মৃত্যু নেই চট্টগ্রামে।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৮১ জন। মোট মৃত্যু ১ হাজার ৩৬২ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!