চট্টগ্রামে করোনায় এসেছে সুখবর। গত ২৪ ঘণ্টায় কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। কমেছে মৃত্যুও।
তবে সবচেয়ে ‘বড়’ সুখবরটি পাওয়া গেছে চট্টগ্রামে করোনা শনাক্তের হারে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭০০ নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১১ শতাংশ। সাম্প্রতিক সময়ে এটিই চট্টগ্রামে সবচেয়ে কম শনাক্তের হার।
এদিকে একই সময়ে চট্টগ্রামে করোনায় দুই করোনা রোগীর মৃত্যু হয়। অথচ একদিন আগেও চট্টগ্রামে মারা গিয়েছিলেন ৬ করোনা রোগী।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : এবার ‘উল্টো’ চিত্র
সিভিল সার্জন কার্যালয়ের তালিকা অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৬ নমুনা পরীক্ষায় ২৩ জন, বিআইটিআইডি ল্যাবে ৬১৮ নমুনা পরীক্ষায় ৮১ জন, ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৪ নমুনা পরীক্ষায় ৩১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৮ নমুনা পরীক্ষায় ১৬ জন, শেভরন ল্যাবে ৫১৭ নমুনা পরীক্ষায় ১৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০ নমুনা পরীক্ষায় ৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩ নমুনা পরীক্ষায় ২ জন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৮২ নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯২ নমুনা পরীক্ষায় ২ জন করোনা পজিটিভ হন।
এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও আরটিআরএল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা পরীক্ষা হয়নি। একইসঙ্গে হয়নি কোনো এন্টিজেন টেস্টও।
চট্টগ্রামে করোনায় আক্রান্তদের মধ্যে নগরের ১১৪ এবং বাকি ৭৩ জনের সবাই উপজেলার বাসিন্দা। এর মধ্যে লোহাগাড়ার ১৯ জন, সাতকানিয়ার ৮ জন, বাঁশখালীর ২, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ২ জন, বোয়ালখালীর ১ জন, রাঙ্গুনিয়ার ১ জন, রাউজানের ১৩ জন, ফটিকছড়ির ২ জন, হাটহাজারীর ১৩ জন, সীতাকুণ্ডের ৫ জন, মিরসরাইয়ের ৫ জন এবং সন্দ্বীপের ১ বাসিন্দা রয়েছে।
এদিন পটিয়ায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি। এছাড়া মারা যাওয়া দুজনই উপজেলার বাসিন্দা।
আরবি