আগের দিন দুজনের মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায়ও করোনায় ২ জন প্রাণ হারিয়েছেন। আবার সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তও হয়েছেন ২ জন!
সোমবার (১ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় এন্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ৬০০ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২ জনের দেহে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.১২ শতাংশ।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় শনাক্তের হার শূন্য দশমিকে
চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে এক লাখ দুই হাজার ২২৯ জনের। আর মোট মৃত্যু এক হাজার ৩২৭ জনের।
সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি ল্যাবে ১ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্ত দুজনই নগরের বাসিন্দা। অপরদিকে মারা যাওয়া ২ জনই উপজেলার বাসিন্দা।