‘করোনা’—একসঙ্গে ‘শূন্য শনাক্ত’ চট্টগ্রামের ৪ ল্যাবে

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের চারটি ল্যাবে নমুনা পরীক্ষার খবর মেলেনি।

ল্যাবগুলো হলো- চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাব, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাব, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাব ও এপিক হেলথ কেয়ার ল্যাব।

একইসময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষাও ছিল শূন্যের খাতায়।

আগেরদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগরের তিনটি বেসরকারি ল্যাবেও করোনা পরীক্ষার খবর মেলেনি।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে বেশিসংখ্যক করোনা পরীক্ষা জরুরি। করোনা শনাক্ত বাড়ায় চলছে কঠোর বিধিনিষেধও। এ অবস্থার মধ্যেই চট্টগ্রামে নমুনা পরীক্ষা কমে যাওয়ায় উদ্বিগ্ন নগরের সচেতন নাগরিক সমাজ।

শনিবার (২৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১ হাজার ৩০৪ নমুনা পরীক্ষায় ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫৮ জন নগরের এবং ৪৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ৬ জন করোনা রোগী। এরমধ্যে ৩ জন নগরের এবং ৩ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৮৭৪ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৭৪ হাজার ৫৬২ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে বাড়ছে ‘সংকট’, মোটা টাকায়ও মিলছে না আইসিইউ

সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১২ নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিআইটিআইডি ল্যাবে ৭২২ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৫১ জনের।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয় ১৩৭ নমুনা। এতে করোনা শনাক্ত হয় ৬৭ জনের।

এছাড়া এন্টিজেন টেস্টে ১৬ নমুনা পরীক্ষায় ৭ জন, শেভরন ল্যাবে ১৬০ নমুনা পরীক্ষায় ৭৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪২ নমুনা পরীক্ষায় ২৩ জন এবং মেডিকেল সেন্টারে ১১৫ নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ৩ জন, সাতকানিয়ার ১ জন, বাঁশখালীর ১ জন, পটিয়ার ৩ জন, বোয়ালখালীর ৩ জন, রাঙ্গুনিয়ার ৪ জন, রাউজানের ৩ জন, ফটিকছড়ির ৫ জন, হাটহাজারীর ১৩ জন, সীতাকুণ্ডের ৬ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!