খেলতে গিয়ে নিখোঁজ—১৬ ঘণ্টা পর শিশুর লাশ ভেসে উঠল পানিতে

খেলতে গিয়ে নিখোঁজের ১৬ ঘণ্টা পর মুমিনুল হক তানভি (৫) নামের এক শিশুর মরদেহ মাতামুহুরী নদী থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৯ টার দিকে মাতামুহুরী নদীর মৌলভীরচর পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয় লোকজন।

এর আগে শুক্রবার বিকাল ৫ টার দিকে খেলার সাথী রাইয়ানকে নিয়ে নদীর চরে খেলতে গিয়ে নিখোঁজ হয় মুমিনুল।

মুমিনুল হক তানভি চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড হালাকাকারা মৌলভীরচর এলাকার এহেছানুল হকের ছেলে।

চকরিয়ায় বন্যা—খাবার ও বিশুদ্ধ পানির সংকট, ক্ষতবিক্ষত সড়ক

চকরিয়া মৎস্যজীবি সমিতির সভাপতি আশরাফ আলী বলেন, শিশু নিখোঁজের খবর পেয়ে নদীতে জাল দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। পরে ব্যর্থ হয়ে নদীর ভাটার খোঁজ নেওয়া হয়। পরে শনিবার সকালে ওই শিশুর মরদেহ পানিতে ভেসে উঠে।

চকরিয়া পৌরসভার কাউন্সিলর মো.রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাতামুহুরী নদীর পাড়ে খেলার সময় মুমিনুল হক তানভি নামের শিশুটি পানিতে তলিয়ে যায়। পরে শনিবার সকালে তার লাশ ভেসে উঠলে স্থানীয় উদ্ধার করে নিয়ে আসে।’

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm