নগরের বাকলিয়ায় এক হাজার তিনশ পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে বাকলিয়া থানার তুলাতলি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বাকলিয়া থানা পুলিশ।
আটক ওই কিশোরের নাম মো. সাজেদ (১৬)। সে টেকনাফের রাজারছড়া এলাকার মো. আব্দুল খালেকের ছেলে।
আরও পড়ুন: বাপ—পুতের অস্ত্র ও ইয়াবা বাণিজ্য, র্যাবের অভিযানে দুজনই ধরা
যোগাযোগ করা হলে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে মো. সাজেদ নামের এক কিশোর আটকের পর তার কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
আরবি