কাশেম ডাকাতের সহযোগী শফি গ্রেফতার

লোহাগাড়ার কলাউজানে ডাকাতির ঘটনায় জড়িত কাশেম ডাকাতের সহযোগী আরো এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃত ডাকাতের নাম মো. শফি আলম (৩৮)। সে কক্সবাজার জেলার মহেশখালী পানিছড়া এলাকার মৃত সরু মিয়ার ছেলে।

সূত্র জানায়, মঙ্গলবার (২৯ জুন) এসআই পার্থ সারথি হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল মহেশখালী পানিছড়া এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে শফি আলমকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

বুধবার দুপুরে শফিকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, গত ১৮ জুন দিবাগত রাতে কলাউজানের ফতেহ আলী সিকদার পাড়ার মাওলানা আবুল কাশেমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ২০ জুন মাওলানা আবুল কাশেম বাদি হয়ে অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থেকে শফিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে শফি। মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ২১ জুন ডাকাতির ঘটনায় কক্সবাজারের চকরিয়া উপজেলার মোহছনিয়াকাটা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত নুরুল হাসেম ওরফে কাশেমকে (৩০) গ্রেফতার করে পুলিশ।

সাত্তার/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm