অস্ত্র-কার্তুজসহ আটক ‘কাশেম ডাকাত’

লোহাগাড়ার কলাউজান ইউনিয়নে ডাকাতির ঘটনায় ৪ দেশীয় বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজসহ নুরুল হাসেম (৩০) ওরফে কাশেম ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।

এ সময় তার কাছ থেকে নগদ সাড়ে ৪ হাজার টাকা, ৩টি মোবাইল, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়‌।

সোমবার (২১ জুন) সকাল ১০টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মোহছনিয়াকাটা তার শ্বশুরবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

কাশেম বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুফান আলী পাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে।

লোহাগাড়ার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কাশেম চকরিয়া উপজেলার মোহছনিয়াকাটা গ্রামে অবস্থান করছে। দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করি। তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির খোয়াড় থেকে ৪টি দেশীয় বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, ১৯ জুন রাত ২টায় উপজেলার পশ্চিম কলাউজান হাসান আলী মিয়াজানপাড়া এলাকায় সৌদি প্রবাসী আব্দুস শুক্কুরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ২০ জুন মাওলানা আবুল কাশেম অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা করে। এরপর অভিযান চালিয়ে ডাকাত দলের এক সদস্যকে অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার করতে সক্ষম হই।

ডাকাত কাশেমকে থানায় জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাত্তার/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!