চট্টগ্রামের পটিয়া ও আশপাশের এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।
মূলত বিদ্যুৎ উন্নয়ন ও মেরামতের কাজের জন্য সরবরাহ বন্ধ থাকবে বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায় চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
আরও পড়ুন : মাতারবাড়ী—বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিতরণ বিভাগ পটিয়া এর আওতাধীন শিকলবাহা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি গোমদণ্ডী ফিডার (আংশিক) এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানানো হয়। সেই সঙ্গে সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।