‘করোনায়’ মাত্র ১২ ঘণ্টায় মারা গেল বাবা—ছেলে

বাবা মারা যাওয়ার ১২ ঘণ্টা পর ছেলেও চলে গেলেন না ফেরার দেশে। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার (২৭ জুলাই) রাত ৯টায় মারা যান আবু সৈয়দ চৌধুরী (৮০)। বুধবার সকাল ৯টায় চিরবিদায় নেন মো. আলমগীর (৩৫)। তারা বোয়ালখালীর চরখিজিরপুর এলাকার বাসিন্দা।

জানা যায়, গত ২২ জুলাই করোনা আক্রান্ত হয়ে আলমগীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন করোনা আক্রান্ত তার বাবা আবু সৈয়দ চৌধুরীও ভর্তি হন একই হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে আবু সৈয়দ চৌধুরী মারা যান। বুধবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে মারা যান তার ছেলে আলমগীর।

১২ ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিএম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!