চট্টগ্রামে করোনা : শনাক্তে ফের ‘দাপট’ নগরের, মৃত্যু বাড়ছে গ্রামে

চট্টগ্রামে করোনা শনাক্ত বাড়ছেই। সর্বশেষ ২৪ ঘণ্টায় ফের চট্টগ্রামের নয়শ’র বেশি নমুনায় শনাক্ত হয়েছে করোনা। শনাক্তের হার এদিনও ৩০ শতাংশের বেশি। বাড়ছে করোনা রোগীর মৃত্যুও, বিশেষ করে গ্রামে।

বুধবার (২৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ৭৯২ নমুনা পরীক্ষায় ৯১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৪১ জন নগরের এবং ২৭৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ১৭ জন করোনা রোগী। এরমধ্যে নগরের ৭ জন ও উপজেলার ১০ জন।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৯৩২ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৭৮ হাজার ৪৩৬ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: করোনা—উত্তর চট্টগ্রামের ‘আতঙ্ক’ দক্ষিণেও, ‘নতুন’ হটস্পট ২ উপজেলা

মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০১ নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিআইটিআইডি ল্যাবে ৮৬৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৭৬ জনের।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৯ নমুনা পরীক্ষায় ৮৭ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৮ নমুনা পরীক্ষায় ৮ জন, এন্টিজেন টেস্টে ৭৯৭ নমুনা পরীক্ষায় ২৭২ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২৪৭ নমুনা পরীক্ষায় ৯৭ জন, শেভরনে ২৫৭ নমুনা পরীক্ষায় ১০০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫৭ নমুনা পরীক্ষায় ২৯ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৪৮ নমুনা পরীক্ষায় ৩০ জন ও মেডিকেল সেন্টারে ৬০ নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ১৯ জন, সাতকানিয়ার ১২ জন, বাঁশখালীর ১৮ জন, আনোয়ারার ৩ জন, পটিয়ার ৩৮ জন, বোয়ালখালীর ৪৪ জন, রাঙ্গুনিয়ার ১ জন, রাউজানের ৪৭ জন, ফটিকছড়ির ৩২ জন, হাটহাজারীর ৩ জন, সীতাকুণ্ডের ২৮ জন, মিরসরাইয়ের ৭ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ২২ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!