করোনাকালে জেলা প্রশাসনে বিশুদ্ধ পানি দিল এসএ গ্রুপ

করোনার কঠিন সময়ে অসহায় মানুষের সঙ্গে রয়েছে এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দাতব্য প্রতিষ্ঠান শাহাবুদ্দিন আলম ট্রাস্ট।

করোনার প্রভাবে কেউ কাজ হারিয়েছেন। আবার অসংখ্য মানুষ রয়েছেন খাদ্য সংকটে। করোনার শুরু থেকেই অসহায় এসব মানুষের পাশে রয়েছে শাহাবুদ্দিন আলম ট্রাস্ট।

প্রতিদিন অন্তত ২০০ মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে শাহাবুদ্দিন আলম ট্রাস্ট। নগরের বিভিন্ন জায়গায় প্রতিদিন চলছে এ খাদ্য বিতরণ কর্মসূচি।

এদিকে দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় খাদ্য বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এ উদ্যোগেও পাশে বরাবরের মতো সঙ্গী শাহাবুদ্দিন আলম ট্রাস্ট। ইতোমধ্যে ট্রাস্টের পক্ষ থেকে দুই হাজার বোতল মুসকান ব্র্যান্ডের বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের কাছে।

সোমবার (২ আগস্ট) এ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএ গ্রুপের জিএম এইচআর অ্যান্ড এডমিন সৈয়দ রাফিদুল আলম ও সহকারী ম্যানেজার ব্র্যান্ড মইন উদ্দিন।

এ সময় জেলা প্রশাসক মমিনুর রহমান করোনাকালীন এই সময়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এসএ গ্রুপের জিএম এইচআর অ্যান্ড এডমিন সৈয়দ রাফিদুল আলম বলেন, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে শাহাবুদ্দিন আলম ট্রাস্ট অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। সংকটের সময় মানুষের পাশে থাকতে পারাটাই আনন্দের। ভবিষ্যতেও এসএ গ্রুপের এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!