এসএসসির ফল : চট্টগ্রামে বেড়েছে পাসের হার—জিপিএ ৫

এক বছরের ব্যবধানে চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় পাসের হার বেড়েছে। একইসঙ্গে বেড়েছে জিপিএ ৫।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায়) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

চলতি বছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। যা গতবার ছিল ৮৪ দশমিক ৭৫ শতাংশ। এবার চট্টগ্রামে জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী। যা গত বছরের চেয়ে ৩ হাজার ৭৮৩ জন বেশি।

পাসের হার পর্যালোচনায় দেখা যায়, ছেলেদের তুলনায় পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে মেয়েরা।

এদিকে সারাদেশে পাসের হার ৯৩.৫৮। গতবার যা ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। এ হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!