চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে মহানগর এক্সপ্রেস ট্রেন আখাওড়া ইমামবাড়ি রেলস্টেশনে মেইন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকে পড়ে। এতে ট্রেনের যাত্রীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েন।
মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ( ৭২১) ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটিকে বিকাল ৪টা ১৮ মিনিটে আখাউড়া ঈমামবাড়ি স্টেশনে প্রবেশের সময় মেইন লাইনের জন্য সিগনাল দেওয়া হয়। তবে চালক সিগনাল অমান্য করে মেইন লাইন ছেড়ে লুপ লাইনে (২ নম্বর লাইন) ঢুকে পড়ে। পরে ট্রেন চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটিকে লুপ লাইনে থামান। এতে হাজারো যাত্রীর জীবন বেঁচে যান।
আরও পড়ুন: ট্রাককে ধাক্কা দিতেই প্রাণ গেল কার চালকের, ৩ যাত্রী রক্তাক্ত
এদিকে বিকাল ৫টার দিকে ট্রেনটিকে আবারও মেইন লাইনে আনলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে ।
রেলওয়ে পুর্বাঞ্চল (পাহাড়তলী) কন্ট্রোল বিভাগে যোগাযোগ করা হলে জানানো হয়, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে মহানগর এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া ইমামবাড়ি স্টেশনে লুপ লাইনে ঢুকে পড়ে। পরে ৪৫ মিনিট পর বিকাল ৫টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


