ট্রাককে ধাক্কা দিতেই প্রাণ গেল কার চালকের, ৩ যাত্রী রক্তাক্ত

সীতাকুণ্ডে মো. ফোরকান (৪২) নামে এক প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ আগস্ট) ভোরে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি প্রাইভেটকার। এ সময় ঘটনাস্থলে প্রাইভেট কার চালক মো. ফোরকান নিহত হন। তিনি বোয়ালখালী উপজেলার জালাল আহম্মদের ছেলে।

এ ঘটনায় আহত হন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকার আরাফাত হোসেন (২২), শহীদুল ইসলাম (৫৫) ও জাহানারা বেগম (৪৫)। তারা তিনজনই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম বলেন, বাড়বকুণ্ডে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে চট্টগ্রাম থেকে আসা একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালকের মৃত্যু হয়। এ সময় প্রাইভেট কারে থাকা অপর তিন যাত্রী আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কার চালকের মরদেহ উদ্ধার করে।

জেএন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!