ঈদে শ্বশুড়বাড়ি বেড়াতে এসে দুই ছেলেকে হারালেন মো. তাহের।
ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ভাঙ্গাদীঘিরপাড় ইউসুফের বাড়িতে বুধবার (২১ জুলাই) দুপুর ২টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
তাহেরের দুই ছেলে মুহাম্মদ ও আহমেদ মারা গেছে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে।
তাহেরের বাড়ি পূর্ব সুয়াবিল কার্পাস পাড়া। কোরবানের ঈদ উপলক্ষে স্ত্রী-পুত্রদের নিয়ে এসেছিলেন শ্বশুরবাড়ি। সব শেষ করে দুই ছেলে নিয়ে আর ফেরা হয়নি তার।
সহোদর দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
আলোকিত চট্টগ্রাম