নগরের বাকলিয়া থানায় মাদক মামলায় মিয়ানমারের নাগরিক আইয়ুব খান ওরফে ফজল হককে (৫০) সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
আরও পড়ুন : হুজুরের ইয়াবাবাণিজ্য—২৯ হাজার ইয়াবাসহ ২ কারবারি পুলিশের জালে
সাজাপ্রাপ্ত আসামি আইয়ুব খান ওরফে ফজল হক মিয়ানমারের আকিয়াব জেলার রাচিডং থানার চাংগানা এলাকার মৃত আব্দুল গনির ছেলে। বর্তমানে তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নম্বর-১১ আব্দুল হামিদ মাঝির অধীনে রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ আগস্ট বাকলিয়া থানার মেরিনার্স রোডের ইউসুফ খাঁর কলোনির মো. মোসলেম উদ্দীনের চায়ের দোকানের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপঅঞ্চল চান্দগাঁও সার্কেলের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদি হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আইয়ুব খান ওরফে ফজল হককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।