মিরসরাইয়ে ঢাকাগামী প্রাইভেটকারের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করা হলেও পালিয়েছে চালক।
আরও পড়ুন: দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, চালক—যাত্রী নিহত
নিহতের নাম সানাউল্লাহ্ (৬০)। তিনি মস্তাননগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায়।
জোরারগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মনির বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, সানাউল্লাহ্ নামের এক মাদ্রাসা শিক্ষক প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়েছে।
আজিজ/আরবি