অর্ধলাখ টাকা বেতনে রেড ক্রিসেন্টে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : প্রকিউমেন্ট অফিসার।

পদের সংখ্যা : নির্ধারিত না।

কাজের ধরন : পূর্ণকালীন।

কর্মস্থল : কক্সবাজার।

আবেদন যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর। ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ ক্ষেত্রে এবং বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

এছাড়া কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন অর্ধলাখ টাকা। অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm